আজ বুধবার ২৯ জানুয়ারী ২০২৫, ১৫ই মাঘ ১৪৩১

এত আলোচনা হবে ধারণা ছিল না : অপু বিশ্বাস

নুর ইসলাম নাহিদ | প্রকাশের সময় : সোমবার ১০ অক্টোবর ২০২২ ১০:৫১:০০ অপরাহ্ন | বিনোদন

ঢালিউড কুইন অপু বিশ্বাস। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে এখন আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন। নাম লিখিয়েছেন প্রযোজকের খাতায়ও।

 

 

 

এবার পুজোয় পঞ্চমীর দিন ছেলে আব্রাম খান জয়কে নিয়ে কলকাতায় যান অপু বিশ্বাস। বিজয়া দশমীতে কলকাতার কাঁকুরগাছির একটি মণ্ডপে লাল-সাদা শাড়ি পরে সিঁদুর খেলায় মেতে ওঠেন তিনি। এ সময় অপুর সিঁথির সিঁদুর নেটিজেনদের নজর কাড়ে।

 

 

 

 

 

 

সিঁথিতে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে অন্তর্জালে অপুর নতুন বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও পরবর্তীতে সেই গুঞ্জনে পানি ঢেলে দেন নায়িকা। স্পষ্ট জানান, সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল।

 

 

 

 

 

 

অপু বিশ্বাস বলেন, বিভিন্ন সিনেমায় ও পুজোর ফটোশুটে অসংখ্যবার সিঁথিতে সিঁদুর দিয়েছি। বিষয়টি নিয়ে এত আলোচনা হবে ধারণা ছিল না। সাধারণত বিবাহিত নারীরা সিঁদুর খেলা খেলেন। আমি সন্তানের মা, সে কারণে সিঁদুর খেলায় অংশ নিয়েছি।