ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশে শেষ হয়েছে আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর অধীন লিও জেলা ৩১৫ বি৪ এর ২৫ তম বার্ষিক সম্মেলন। ৩ চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ হোটেল এমব্রোশিয়াতে কনফারেন্স ইনাগোরাল, প্লেনারী, ডেলিগেটস ও বেঙ্কুয়িট সেশন এর মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হয়।
২৫ তম জেলা বার্ষিক সম্মেলনের ডেলিগেটস সেশনে লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর জেলা গভর্ণর ইলেক্ট লায়ন শেখ শামসুদ্দিন আহমদ সিদ্দিকী লিও জেলার প্রাক্তন সভাপতি লায়ন মোঃ আনিসুল হক চৌধুরীকে ২০২২-২৩ সেবা বর্ষের লিও ক্লাব চেয়ারপার্সন, লায়ন নিশাত ইমরানকে লিও ইয়ুথ এক্সচেঞ্জ নির্বাচিত করেন। একইসাথে লিও ইরফান মোস্তফাকে লিও জেলার সভাপতি, লিও আতিক শাহরিয়ার সাদিফকে সহ সভাপতি, লিও ওমর ফারুক ডিষ্ট্রিক্ট সেক্রেটারি ও লিও শওকত হোসেনকে ট্রেজারার নির্বাচিত করেন। সম্মেলনে জিএলটি লিও ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর হিসেবে লিও জায়েদ হোসেন, জিএমটি লিও ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর লিও ইসমাইল বিন আজিজ আলভি, জিএসটি লিও ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর লিও সাইফুল ইসলামকে নির্বাচিত করেন।
নব গঠিক কমিটি ডেলিগেটস সেশনে পাশ হওয়ার পর জেলার সকল ক্লাব নব-নির্বাচিত নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।
২৫তম জেলা বার্ষিক সম্মেলন জেলা সভাপতি লিও আফিফা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্ণর লায়ন আল সাদাত দোভাষ, বিশেষ অতিথি ছিলেন জেলা গভর্ণর (ইলেক্ট) লায়ন শেখ শামসুদ্দিন আহমদ সিদ্দিকী, প্রথম ভাইস জেলা গভর্ণর (ইলেক্ট) লায়ন এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন (ইলেক্ট) লায়ন কহিনুর কামাল, প্রাক্তন জেলা গভর্ণর লায়ন এম এ মালেক, লায়ন মঞ্জুর আলম মঞ্জু, লায়ন কামরুন মালেক।
অন্যান্যদের মাঝে ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন এস এম আশরাফুল আলম আরজু, কেবিনেট সেক্রেটারী ডেজিগনেট লায়ন হাসান মাহমুদ চৌধুরী, কেবিনেট ট্রেজারার ডেজিগনেট লায়ন পারভিন মাহমুদ এফসিএ, লিও ক্লাবস্ চেয়ারপার্সন লায়ন নুর মোহাম্মদ বাবু, লিও ইয়ুথ এক্সেঞ্জ লায়ন মাঈন উদ্দিন মাঈনু। প্রাক্তণ জেলা সভাপতি লায়ন নেওয়াজ এ খান রিমন, লায়ন শাহজাদা গাজী গজনবী, লায়ন আবু নাছের রনি, লায়ন হেলাল উদ্দিন, লায়ন গাজী মোঃ শহীদুল্লাহ, লায়ন সাইফুল করিম আরিফ, লায়ন শাহরিয়ার ইকবাল সহ জেলা ৪৫০জন লিও ও লায়ন নেতৃবৃন্দ।