আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

উদ্ধার হয়নি নিখোঁজ ৮ শ্রমিক, সাগর পাড়ে স্বজনের আহাজারি

মোহাম্মদ ইউসুফ, মিরসরাইঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ অক্টোবর ২০২২ ০৯:০৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাই উপকূলের স›দ্বীপ চ্যানেলে বালু তোলার ড্রেজার ডুবে আট শ্রমিক ২৩ ঘন্টা পার হয়ে গেলো উদ্ধার হয়নি। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার রাত ৮টার দিকে উপজের সাহেরখালী ইউনিয়নের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বসুন্ধরার ৩ নম্বর জেটি এলাকার পশ্চিমে এ ড্রেজারডুবির ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের উদ্ধার করতে পারেনি। জানা গেছে, বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে ৫০০ ফুট দূরত্বে সাগরের মাঝে সৈকত এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের বালু উত্তোলনের ড্রেজার মেশিন সৈকত-২ ছিলো। এই ঠিকাদারি প্রতিষ্ঠানটি মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বালু সরবরাহের কাছ করছিলো। মঙ্গলবার বেলা ১ টা ৫০ মিনিটে চট্টগ্রাম শহর থেকে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৮ সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছেন। নিখোঁজ শ্রমিকদের লাশের জন্য সাগরপাড়ে অপেক্ষা করছেন স্বজনরা। ড্রেজারে অবস্থানরত নিখোঁজ শ্রমিকরা হলো আনিস মোল্লার দুই ছেলে শাহীন মোল্লা (৩৮) ও ড্রেজার চালক ইমাম মোল্লা (২৫), আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা (২৬), মোকুমদার হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদার (২৫), ইউসুফ আলী হাওলাদারের ছেলে বশর হাওয়ালাদার (৩৫), লোকমান ফকিররের ছেলে জাহিদুল ফকির (২২), নুর সরকারের ছেলে আলম সরকার (৩৮), রহমান খানের ছেলে তারেক মোল্লা (২০)। তাদের সকলের বাড়ি পটুয়াখালী জেলার জৈনকাঠি থানার মোল্লাবাড়ি এলাকায়। ড্রেজার মেশিন সৈকত-২ এর ব্যবস্থাপক রেজাউল করিম জানান, ঘটনাস্থলে আরো ৬টি ড্রেজার রাখা ছিল। সতর্কতা সংকেত পেয়ে অপরাপর সকল শ্রমিক নিরাপদ স্থানে চলে গেলেও সমুদ্রে ঢেউ বেশী থাকায় আমাদের শ্রমিকদের আনার জন্য নৌকা ড্রেজারের কাছে যেতে পারেনি। শ্রমিকদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছে। নিখোঁজ শাহিন মোল্লা ও ইমাম মোল্লার মেঝ ভাই এনায়েত উল্লা বলেন, সোমবার রাত সাড়ে ৮ টা থেকে আমার আপন দুই ভাই ও অপর চাচাতো-জেঠাতো ৬ ভাই সহ মোট ৮জন বালু উত্তোলনের ড্রেজারে সাগরে আটকে পড়ে। রাতে বিষয়টি শুনার পর তাৎণিক রওনা দিয়ে সকাল ১০ টায় ঘটনাস্থলে পৌঁছে দেখি উদ্ধার তৎপরতা চোঁখে পড়েনি দেখে আমরা হতাশ হয়েছি। উদ্ধারকারি দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টার দিকে। সাড়ে ২১ ঘন্টার পার হয়ে গেলেও এখনো পর্যন্ত আমার ভাইদের লাশ খুঁজে পাইনি। আমি মনে করছি এখানে প্রশাসনের গাফিলতি রয়েছে। চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবরী দলের উপ-পরিচালক আব্দুল্লাহ হারুণ পাশা বলেন, আমাদের ৮ জন ডুবরী দুপুর ২টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। সাগরে একটু শ্রোত বেশি থাকায় উদ্ধার করা সম্ভব হচ্ছে না এখনো পর্যন্ত, আসা করি সাগরে শ্রোত চলে গেলে দ্রæত তাদের উদ্ধার করতে সক্ষম হবো। মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, সাগরে ড্রেজার সহ ৮ শ্রমিক নিখোঁজের খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে ছুটে আসি। সংশ্লিষ্ট কোস্ট গার্ড কমান্ডার কে বিষয়টি মোবাইলে অবগত করেও তাদের কোন সহযোগিতা পাওয়া যায়নি। মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, মঙ্গলবার সকালে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছি। দুপুর ২টার দিকে চট্টগ্রাম থেকে আসা ৮ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার পর কয়েক ঘন্টার ঊদ্ধার অভিযানে নিখোঁজ ৮ জনের কাউকে ঊদ্ধার সম্ভব হয়নি। ডুবুরি দলের উদ্ধার কাজ সাময়িক বন্ধ রাখা হয়েছে। বুধবার সকাল থেকে যথারীতি উদ্ধার কাজ শুরু করা হবে। তবে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দূর্ঘটনা কবলিত ড্রেজার ট্রাকবোট দিয়ে কুলে ভিড়ানোর চেষ্টা করছে।