আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : রবিবার ১২ ফেব্রুয়ারী ২০২৩ ০২:১৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যলয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন রোববার (১২ ফেব্রুয়ারী) সকালে অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই স্কাউট সদস্যদের ডিসপ্লে প্রদর্শনী, জাতীয় ও রণ সংগীত, শপথ বাক্য পাঠ এবং মশাল জ্বালিয়ে মাঠ প্রদর্শনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিন তালুকদার'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ। শিক্ষক আজিজুল ইসলাম'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ডাঃ শাহ আলম, অভিভাবক প্রতিনিধি মীর গোলাম মোস্তফা বাবুল, খোরশেদ আলম, ফজলুল কাদের, মহিলা অভিভাবক প্রতিনিধি ফুলমালা, গিয়াস উদ্দিন হায়দার শওকত, ইসমাঈল হোসেন প্রমুখ। প্রতিযোগিতা জুড়ে সিনিয়র শিক্ষক মঈনুল ইসলাম মাহমুদের নেতৃত্বে স্কাউট শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা মুগ্ধ করেন উপস্থিত সকলকে। ছবির ক্যাপশনঃ কবুতর উড়িয়ে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করছেন অতিথিরা।