স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎবার্ষিকি ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যলয়। সোমবার (১৫ আগষ্ট) সকালে দিবসটি উপলক্ষ্যে শহীদদের স্বরণে মিলাদ মাহফিল, কবিতা ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিন তালুকদার। স্বাধত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশীদ। শিক্ষক আজিজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ফজলুল কাদের তালুকদার, মীর গোলাম মোস্তফা বাবুল, সিনিয়র শিক্ষক মঈনুল ইসলাম মাহমুদ, স্বপন ভট্টাচার্য, আহমদ হোসেন প্রমুখ।
মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা রাহাত উল্লাহ। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
ছবির ক্যাপশনঃ শোক দিবসে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দিচ্ছেন অতিথিরা।