আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

উখিয়ায় ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার | প্রকাশের সময় : সোমবার ১৪ নভেম্বর ২০২২ ০৫:৫৯:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

উখিয়ার পশ্চিম হালদিয়া পালং ডাকুয়া পাড়া এলাকায় ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় ফরিদ আলম (৩৫) নামক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে সঙ্ঘবদ্ধ একটি চক্র। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে। ১২ নভেম্বর সকাল সাড়ে ৮টার সময় ঘটনাটি ঘটেছে। আহত ফরিদ আলম স্থানীয় মৃত কালু মিয়ার ছেলে এবং ইউনিয়ন কৃষকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। এ ঘটনায় উখিয়া থানায় এজাহার দিয়েছেন ভিকটিম ফরিদ আলমের ভাই হাছন আলী। এজাহার সূত্রে জানা গেছে, এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িতদের বাধা প্রদান করেন ফরিদ আলম। তাতে ক্ষিপ্ত হয় চিহ্নিত মাদক কারবারিরা। তারা বিভিন্ন সময়ে নানাভাবে হুমকি ধমকি ধমকি দিতে থাকে। তারই ধারাবাহিকতায় ১২ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ফরিদ আলমকে পথে একা পেয়ে উপর্যপুরি কুপাঘাত করে চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসীরা। ঘটনার সঙ্গে স্থানীয় গুরা মিয়ার ছেলে শফিউল আলম (৩০), মোহাম্মদ হোসেন প্রকাশ মাছন (২৭), আহমেদ হোসেন (২৫), জাহাঙ্গীর আলম (৪৫), আক্তার মিয়া (৩৩), মৃত হাকিম আলীর ছেলে গুরা মিয়া (৬৫)সহ একটি সন্ত্রাসী চক্র জড়িত। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনার বিষয়ে খোঁজ-খবর নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।