কক্সবাজারের ঈদগাঁওয়ের ইসলামাবাদ থেকে দেশীয় তৈরী ২৫ লিটার চোলাই মদসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ।
২৪ জানুয়ারী সোমবার রাত আনুমানিক সাড়ে ৮ দিকে ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়িস্থ মহাসড়ক থেকে ইজিবাইকসহ তাদের আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল হালিম।
এদিন ওসির নেতৃত্বে থানার এসআই মোঃ গিয়াস উদ্দিন, এসআই মোঃ জুয়েল সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ ইউপি ৭নং ওয়ার্ড খোদাইবাড়ী বাবুল কোম্পানী ডিপুর সামনে আরাকান সড়কে অভিযান চালিয়ে মদসহ তাদেরকে আটক করেন।আটকৃতরা হলেন ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি গ্রামের মৃত আবদু জলিলের পুত্র মোঃ জাফর আলম (৫৫) ও রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের চরপাড়া গ্রামের শাহাবুদ্দিনের পুত্র সাইমন ইসলাম প্রকাশ ডায়মন্ড (২০)।এসময় তাদের সাথে থাকা ব্যাটারী চালিত ইজিবাইক এর ড্রাইভিং সিট ও যাত্রীর সিটের নিচে বিভিন্ন ব্র্যান্ডের প্লাস্টিকের স্যালাইনের প্যাকেট ভর্তি ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জদ্ব করা হয়।
ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান।