কক্সবাজারের ঈদগাঁওয়ের ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ আবদুর রাজ্জাককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার ( ৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে ঈদগাঁও উপজেলা সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামীলীগ নেতা ইসলামাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রাজ্জাক রাজ্জাক ঈদগাঁও উপজেলা কার্যালয় সংলগ্ন স্থানে অবস্থানের সংবাদে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমানের নির্দেশে এসআই আরকানের নেতৃত্বে পুলিশদল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে দুপুর ২ টার দিকে তাকে নিয়ে পুলিশের একটি দল আদালতের উদ্দেশ্য রওয়ানা দেয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমানের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত থাকায় মন্তব্য পরে জানাবেন বলে জানান।
ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার এসআই জুয়েলের সাথে যোগাযোগ করা হলে জানান, ধৃত চেয়ারম্যান আবদুর রাজ্জাককে সদর থানার মামলার আসামী হিসেবে আটক করা হয়েছে।
এদিকে তাকে আটক পরবর্তী তার সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মামলা ছাড়া ষড়যন্ত্রমুলক ভাবে চেয়ারম্যান রাজ্জাককে আটক করা হয়েছে দাবি করে মুক্তির দাবিতে ঈদগাঁও থানার সামনে মানববন্ধনের ঘোষণা দেন। তারা আরো দাবি করেন আবদুর রাজ্জাক চেয়ারম্যান আওয়ামীলীগ করলেও সে দলীয় ক্ষমতা ব্যবহার করে ইউনিয়নে কাউকে হয়রানি বা ক্ষতি করেননি।