আজ শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

ইয়াবার মামলায় ৩ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড

ইমাম খাইর, কক্সবাজার | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ জুন ২০২৩ ০৭:১০:০০ অপরাহ্ন | জাতীয়

১ লক্ষ ৩৮,৪০০ ইয়াবা পাচারের মামলায় তিন রোহিঙ্গার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ২ লক্ষ টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

দণ্ডিত আসামিরা হলেন, উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১২, ব্লক-জি/৩ এর মৃত আবুল কাশিমের ছেলে মোঃ কামাল হোসেন, ক্যাম্প- ১১. ব্লক-সি-১৫ এর মৃত মমতাজ মিয়ার ছেলে মোঃ ইসমাঈল ও ব্লক-সি-১৩ এর 

মৃত কবির আহমদের ছেলে শাকের।

মঙ্গলবার (২০ জুন) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ইসমাইল এ রায় ঘোষণা করেন। 

আদালতের কাঠগড়ায় দণ্ডিত আসামির উপস্থিত ছিলেন। 

তাদের পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আবসার কামাল ও এডভোকেট সেলিম উদ্দিন রাজু। 

রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি এডভোকেট ফরিদুল আলম। 

মামলার নথির সূত্র ধরে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের নাজির বেদারুল আলম। 

তিনি জানান, ২০২২ সালের ১৫ জানুয়ারি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় সিএনজি তল্লাশি করে ১ লক্ষ ৩৮,৪০০ ইয়াবাসহ রোহিঙ্গা মোঃ কামাল উদ্দিন, মোঃ ইসমাইল, শাকেরকে আটক করে র‍্যাব-৭। পরের দিন এ ঘটনায় কক্সবাজার সদর মডেল মামলা হয়। যার থানার মামলা নং-৪৭/২২, এসটি মামলা নং-১৩৫৭/২২। ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ২৩ আগস্ট তিনজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে আদালত।

মামলা তদন্ত ও সাক্ষ্য প্রমাণের পর আদালতের আদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম।