আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১
ডিবি পুলিশের অভিযান

ইয়াবা পাচারের অভিযোগে কক্সবাজারে দুইজন আটক

ইমাম খাইর, কক্সবাজার | প্রকাশের সময় : বুধবার ১ ফেব্রুয়ারী ২০২৩ ০৬:৫৫:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

ইয়াবা পাচারের অভিযোগে ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে ৭,৬০০টি ইয়াবা। আটকরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া ছদাহা ০৫নং ওয়ার্ডের কুর্দ কেঁওচিয়ার মৃত শাহেদ আলীর ছেলে মোঃ শওকত হোসেন (২৭) ও টেকনাফের মিঠাপানির ছড়া উত্তর লম্বারি নুরুল হকের ছেলে মোঃ ইসমাইল (২৮)। বুধবার (১ ফেব্রুয়ারী) বেলা ১টার দিকে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন মুক্তিযোদ্ধা মাঠ চত্বর মোড়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে বলে জানান ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ। তিনি জানান, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলামের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। তাদের নিকট ৭,৬০০ ইয়াবা পাওয়া যায়। টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলায় নিয়ে যায় মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। অভিযান পরিচালনাকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচার চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা অব্যাহত আছে। এ বিষয়ে সদর থানায় নিয়মিত মামলা করা হইয়াছে বলে জানিয়েছেন ডিবির ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।