আজ শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

ইউপি সদস্যের সহায়তায় ৮০ শতক জমির ধান কেটে ঘরে নিলেন চাষা

ইমাম খাইর, কক্সবাজার | প্রকাশের সময় : রবিবার ৩০ এপ্রিল ২০২৩ ০৫:২৫:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

উখিয়ার রাজাপালং ৯নং ওয়ার্ডের চাটাবুনিয়া গ্রামের অসহায় কৃষক ছৈয়দ নুরের প্রায় ৮০ শতক জমির ধান কাটার শ্রমিক দিয়ে সহযোগিতা করলেন ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।  রবিবার (৩০ এপ্রিল) নিয়োজিত ১০ জন শ্রমিক ধান কেটে কৃষকের ঘরে তুলে দেন। যার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে করেছেন তরুণ সমাজসেবক হেলাল উদ্দিন। এমন মানবিক কর্মে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কৃষক ছৈয়দ নুর তিনি বলেন, ধান পেকে গেলেও ফসল কেটে ঘরে তোলার টাকা ছিল না। বিষয়টি মেম্বার হেলাল উদ্দিনকে জানালে তিনি নিজের টাকায় শ্রমিক দিয়ে সহযোগিতা করেছেন। এমন মানবতায় আমরা তার নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। তরুণ সমাজসেবক হেলাল উদ্দিনের মানবিক কর্ম দেখে এলাকাবাসী সন্তুষ্টির কথা জানিয়েছে। দোয়া করছে তার জন্য। এই প্রসঙ্গে জানতে চাইলে হেলাল উদ্দিন বলেন, জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন মানুষ হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করি সর্বদা। কৃষক ছৈয়দ নুর তার অক্ষমতার কথা জানালে সহযোগিতায় পাশে দাঁড়াতে সাধ্যমত চেষ্টা করেছি। এটি আমার মরহুম পিতা বখতিয়ার আহমদ মেম্বারের শিক্ষা। আজীবন মানবিক কর্ম যেন অব্যাহত রাখতে পারি, সবার দোয়া চাই।