আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

ইউএনওর ফোন নাম্বার ক্লোন করে চাঁদা দাবি

মোঃআইয়ুব চৌধুরী, রাজস্থলী : | প্রকাশের সময় : রবিবার ৩১ জুলাই ২০২২ ০৬:০৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার নির্বাহী অফিসার ( ইউএনও) শান্তনু কুমার দাশের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন প্রকল্পের অজুহাত দেখিয়ে একাধিক ব্যক্তির কাজ থেকে চাঁদা দাবি করছে দুর্বৃত্তরা। গত দুই দিন ধরে এ নম্বর টি ক্লোন করা হয়। গতকাল শনিবার রাতে ইউএনও শান্তনু কুমার দাশ তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজেই 

এ বিষয়ে  একটি সামাজিক যোগাযোগে বিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং কোন প্রতারকের কথায় কাউকে টাকা পয়সা না দেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইউএনওর সরকারি  মুঠোফোনের নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন অফিস ও জনপ্রতিনিধির কাছে টাকা দাবি করছে। এসব প্রতারক চক্রের খপ্পরে পড়ে টাকার লেনদেন সহ অন্য যে কোন তথ্য আদান প্রদান না করার জন্য সবাইকে অনুরোধ করছি। তিনি প্রতারক চক্রের নিকট নগদ ও বিকাশ নম্বর চাহিলে প্রতারক চক্র বিকাশ নম্বর না দিয়ে নগদে টাকা পাঠানোর জন্য অনুরোধ করেন প্রতারক চক্র। পরে ইউএনও বিষয়টি রাজস্থলী থানা ও সাংবাদিকদের অবগত করেন।