আজ শুক্রবার ৩ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

ইউএনওকে দেখেই ৪০০ টাকার তরমুজ ২০০ টাকা!

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : রবিবার ১৭ মার্চ ২০২৪ ০৪:৩৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

রমজানে বাজারের নিত্যপণ্য দ্রব্যের দাম নিয়ন্ত্রণে সরকার ২৯ পন্যের দাম নির্ধারণ করে দিলেও এই নিয়ম মানছেননা বিক্রেতারা। সরকার নির্ধারিত মূল্যের দ্বিগুন দামেও অনেক পণ্য বিক্রি করছে বাজারে। রবিবার(১৭ মার্চ) দুপুরে আনোয়ারা উপজেলার চাতরী চৌমহনী, মালঘর ও রাঙ্গাদিয়া বাজারে উপজেলা প্রশাসনের অভিযানে এমন চিত্র উঠে এসেছে। এসময় প্রতিপিস তরমুজ  ৪০০ টাকা বিক্রি করলেও ম্যাজিস্ট্রেট দেখেই ২০০ টাকায় বিক্রি করতে দেখা যায়। অভিযান চলাকালে তরমুজ কিনতে লোকজন হুমড়িখেযে পড়ে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক ইমন ও সহকারী কমিশনার(ভূমি) আবদুল্লাহ আল মুমিন। এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক ইমন বলেন, রবিার উপজেলার রাঙ্গাদিয়া বাজার, মালঘর বাজার ও চাতরী চৌমহনী বাজে অভিযান পরিচালনা করা হয়। বাজারে দোকানিরা মূল্য তালিকা প্রদর্শননা করা ও বাড়তি দামে পণ্য বিক্রির দায়ে ২৫ জন ব্যবসায়ীকে এক লাখ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। বাজারের দাম নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।