আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

আলী আহমদ প্রাণ হরি উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ | প্রকাশের সময় : শুক্রবার ১৭ ফেব্রুয়ারী ২০২৩ ১০:২৮:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

চট্টগ্রামের উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১৬ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১ টায় পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কালিয়াইশ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হাকিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও অত্র বিদ্যালয়ের দাতা সদস্য রতন ভট্টাচার্য। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ঝুন্টু চক্রবর্তীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক ফরিদ আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আব্দুল আলিম। অনুষ্ঠানটি উদ্ধোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিম শরীফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার মোহাম্মদ মহিউদ্দীন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল গফুর মুক্তা, নবী হোসেন, আবদুল কাদের, হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, ইলিয়াছ বাবুল, আব্দুল আজিজ তালুকদার, শওকত আলী বাবু, সবিউল আজাদ চৌধুরী সোহেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক মনছুর হাবিব, সাবেক সভাপতি নুরুচ্ছাফা, চাটগাঁর সংবাদ পত্রিকার সহ-সম্পাদক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসান আলী ও গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানটি উপস্থাপন করা হয়। বিদ্যালয়ের শিক্ষকগণ ও সকল শিক্ষর্থীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দিয়ে অত্র অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।