আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

আনোয়ারায় ৪০৫ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ ডিসেম্বর ২০২২ ০৪:১২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারায় এসএসসি ও সমমানে পরীক্ষায় ৪০৫ জন জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকালে আনোয়ারা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আযোজনে এ সম্মাননা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, কৃষি কর্মকর্তা রমজান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২২ সালে জিপিএ ৫ প্রাপ্ত এসএসসি, দাখিলে ও ভোকাশনালে ৪০৫ জন শিক্ষার্থী এবং শতভাগ পাস করা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড(সিইউএফএল) ও আনোযারা খাসখামা বালিকা উচ্চ বিদ্যালকে সম্মাননা প্রদান করা হয়।