আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ঠা পৌষ ১৪৩১

আনোয়ারায় স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪ ১২:০১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম
আনোয়ারায় স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় বক্তারা

আনোয়ারায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিজয় কন্সার্টের আয়োজন করা হয়। সোমবার বিকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর সেন্টার এলাকায় বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করা হয়।

 

 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নঈম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমদ।

 

 

দলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক ও দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মহিন উদ্দিন মহিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মহি উদ্দিন, বিএনপি নেতা আবদুল গফুর, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা তারেকুর রহমান তারেক, শহিদুল্লাহ ফরহাদ, নিজাম উদ্দিন, কামরুজ্জামান, সরোয়ার জামান, মো. রাশেদ, ইমন শাহ, মো. সরাজ, এমদাদুল হক সুমন, মো. শাহ জাহান, মো. রহিম, জসিম উদ্দিন, নজরুল ইসলাম, অহিদুল ইসলাম চৌধুরী, ইকবাল হোসেন জুয়েল, এমদাদুল হক চৌধুরী, জিয়াউর রহমান, তারেকুল ইসলাম, বোরহান ও সেকান্দর।

 

 

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হায়দার চৌধুরী বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এদেশ স্বাধীন হয়। বিগত সময়ে ইতিহাস বিকৃত করে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের স্বাধীনতাকে তাদের সম্পদে পরিণত করতে চেয়েছিল। যার পরিণাম বিপ্লবের মাধ্যমে দেশ ছাড়তে হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা কোন ব্যক্তি বা দলের একক নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার মাধ্যমে এদেশকে পুনর্গঠন করে মানুষের মাঝে আবারো শান্তি শৃঙ্খলা ফিরে আনবে।"