আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

আনোয়ারায় সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারাঃ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৭ অক্টোবর ২০২২ ০৯:৪৮:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো. জাহাঙ্গীর উদ্দিন চৌধুরী(৫২) হৃদক্রিয়া বন্ধ হয়ে বুধবার(২৬ অক্টোবর) বিকালে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী...রাজেউন)। পারিবারিক সূত্রে জানা যায় শারীরিক সমস্যা জনিত কারনে তিনি হঠাৎ স্টোক করেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীর উদ্দিন চৌধুরী আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বাস মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন চৌধুরীর ছোট ভাই। বৃহস্পতিবার সকাল ১০ টায় নিজ বাড়ী আনোয়ারা বিলপুর গ্রামে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জাহাঙ্গীর উদ্দিন চৌধুরীর মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসিম কুমার দেব, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ গভীর শোক প্রকাশ করেন।