আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় অবৈধভাবে সরকারি খাসজমির টপসয়েল কাটার অপরাধে বাঁশখালী পুকুরিয়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, অবৈধভাবে সরকারি খাসজমির টপসয়েল কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ জরিমানা করা হয়। মাটিকাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।