আজ বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৮শে কার্তিক ১৪৩১

আনোয়ারায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা: | প্রকাশের সময় : শুক্রবার ১৬ ডিসেম্বর ২০২২ ০৩:৪৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

 

আনোয়ারোয় সরকারী,বেসরকারী, বিভিন্ন রানৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান স্মৃতিসৌধে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিন করা হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ভোর ৭ টায় স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ৯ টায় কুচকাওয়াজ,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবস টি উদযাপন করা হয়। এছাড়া বিকালে প্রীািত ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়। আনোয়ার উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবদুল্লাহ আল মুমিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার(সার্কেল) হুমায়ন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা রমজাস আলী, মৎস্য কর্মকর্তা রাশিদুল হক, উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, ওসি মীর্জা মোহাম্মদ হাসান। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পমাল্য ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি জাফর উদ্দিন চৌধুরী, সাবেক যুগ্ন সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, চেয়ারম্যান নোয়াব আলী, বীরমুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, অসীম কুমার দেব, এমএ কাইয়ুম শাহ, কলিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান জানে আলম, হেলাল উদ্দিন, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, ছালাম উল্লাহ চৌধুরী, যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, যুগ্ন আহ্বায়ক অনুপম চক্রবর্তী বাবু, এম.আলী আব্বাস, ছাত্রলীগ নেতা এরফান আলী প্রমুখ। এছাড়া আনোয়ারা সরকারী কলেজ, বটতলী এসএম আউলিয়া ডিগ্রী কলেজ, আনোয়ারা সরকারী উচ্চ বিদ্যালয়, চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়, পশ্চিম চাল কামিল মাদ্রাসা, চারপীর আউলিয়া আলিম মাদ্রাসা, বটতলী এসএম আউলিয়া উচ্চ বিদ্যালয়, রায়পুর ইউনিয়ন বহুমূখী উচ্চ বিদ্যালয়, রায়পুর গাউছিয়া হাশেমীয়া আলিম মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।