রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। ভোটারদের মাঝে উৎসবের আমেজ।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রস্ততিও সম্পন্ন। নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসনে ব্যাপক প্রস্ততিও নিয়েছেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১ টা থেকে আনোয়ারা উপজেলার ৭২ টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ভোটের সরঞ্জাম হস্তান্তর করেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. ইশতিয়াক ইমন। তিনি বলেন, ভোটের ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন ভোরে। আমরা এখন অন্যান্য সরঞ্জামাদি পাঠিয়ে দিচ্ছি। প্রতি কেন্দ্রের নিরাপত্তায় ৯ জন আনসার ও ২ জন পুলিশ সদস্য থাকবে। এছাড়া মাঠে সার্বক্ষণিক টহলে থাকবে ২ প্লাটুন সেনাবাহিনী, ৩ প্লাটুন বিজিবি ও ৩ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩ টি মোবাইলটিম। তিনি আরো বলেন, আনোয়ারায় কোন ঝুঁকিপূর্ণ কেন্দ্র বা অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র না থাকলেও আমার ভোটার ও কেন্দ্রের নিরাপত্তায় সব ধরণের প্রস্ততি নিয়ে রেখেছি।