আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

আনোয়ারায় ভিক্ষুদের নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৯ জানুয়ারী ২০২৩ ০৪:১৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচির অধিনে তালিকাভুক্ত ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বৃহস্পতিবার ( ১৯ জানুয়ারী)দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান, আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সোহাইল সালেহ, মহা সচিব হাসান মাহমুদ ফয়সাল প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের তালিকাভুক্ত ৩০ ভিক্ষুকদের ১০ হাজার টাকা করে ৩ লাখ টাকা বিতরণ এবং আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের সহযোগিতায় ভিক্ষুকদের প্রতিজনকে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।