আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ঠা পৌষ ১৪৩১

আনোয়ারায় বিধবা নারীর ঘর নির্মাণে বাঁধা, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা: | প্রকাশের সময় : সোমবার ৯ ডিসেম্বর ২০২৪ ০৯:৪২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

আনোয়ারা উপজেলায় এক বিধবা মহিলার বসতভিটায় ঘর নির্মাণে বাঁধা এবং মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। রবিবার বিকালে উপজেলার কালাবিবির দীঘির মোড়ের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামের জলদাশ পাড়ার হিমাংশু জলদাশ (৮৭) তার লিখিত বক্তব্যে বলেন, আমাদের সাথে স্থানীয় যদু জলদাশ ও তার ভাইদের সাথে ভিটেবাড়ি নিয়ে বিরোধ চলে আসছে। কয়েক বছর আগে এই বিরোধ নিয়ে স্থানীয়ভাবে জায়গাটি পরিমাপ করে বিরোধ মীমাংসার উদ্যোগ নিলে বিবাদীদের অসহযোগিতার কারণে তা ভেস্তে যায়। পরে তারা তাদের নিজেদের ভাগের অংশে পাকা ঘর নির্মাণ করে ফেলে। কিন্তু বাদীপক্ষ তাদের অংশে গৃহ নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয় এবং বাদীপক্ষের উপর বহিরাগত সন্ত্রাসীসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। তাদের এমন অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি।

 

 

এছাড়াও এ ঘটনার প্রতিকার চেয়ে আমরা চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর প্রতিপক্ষের যদু জলদাশ (৪৫), বিষ্ণু জলদাশ (৪০), কৃষ্ণ জলদাশ (৪২), জহর লাল জলদাশ (৫০), বিধু জলদাশ (৪৫), সুমন জলদাশ প্রকাশ টুকু (৪০) বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেছি। চট্টগ্রাম জেলা প্রশাসক অভিযোগটি আমলে নিয়ে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ মঙ্গলবার উভয় পক্ষকে তার কার্যালয়ে উপস্থিত থাকার জন্য নোটিশ প্রদান করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের হিমাংশু জলদাশ, রিকন দাশ, রাসনা দাশ, ঝিনু দাশ, জোসনা দাশ, ফাল্গুনি দাশ, তুষার দাশ প্রমুখ।

 

 

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত যদু জলদাশ বলেন, এগুলো সব মিথ্যা। এখানে আমরা ছাড়াও আরও একটা পক্ষ আছে। তারা বেশি জমি দখল করে আমাদেরসহ বঞ্চিত করেছে।