আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

আনোয়ারায় বারশত ইউনিয়নের সদস্যদের মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৭ নভেম্বর ২০২২ ০৫:১০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের ইউপি সদস্যদের মিলনমেলা বুধবার রাতে উপজেলার পারকি সৈকতের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদ। ইউপি সদস্য তৌহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবদুল্লাহ আল মামুন,মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামরুল ইসলাম, অধ্যক্ষ আবুল কাশেম, অধ্যক্ষ কাজী আবদুল হান্নান, সাংবাদিক মোরশেদ হোসেন, ইউএসএ আওয়ামীলীগের অর্থ সম্পাদক আবুল কালামসহ ইউপি সদস্যরা। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন কন্ঠ শিল্পিক পলি শারমিন।