আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

আনোয়ারায় পাঁচশ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ জানুয়ারী ২০২৩ ০৪:১৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারায় পাঁচশ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও আরামিট গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আলমগীর চৌধুরীর পক্ষে বারখাইন তৈলারদ্বীপ এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য জয়নাল আবেদীন হেলাল ভাই,এস এম আলমগীর চৌধুরীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইদ্রিস কন্টাক্টর, বারখাইন ইউপি সদস্য আইয়ুব আলী ও আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগ নেতা সোহরাবুল আলম মিরাজসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।