আনোয়ারায় পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ ও সাতটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে চাতুরী চৌমুহনী বাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইতিয়াক ইমন। এসময় বিপুল পরিমান পলিথিন জব্দ করা হয়। অপরদিকে চৌমহনী মোড়ে দুইটি বাসকে অবৈধ হর্ণ ব্যবহার করে শব্দদূষণ তৈরি এবং পরিবেশে অনিয়ন্ত্রিত দূষিত বায়ু নির্গমনের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইতিয়াক ইমন বলেন, পরিবেশের ক্ষতিকর বিষয়গুলোর মাধ্যমে মানুষের প্রাণহানীও ঘটে। তাই এসব ক্ষতিকর প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।