আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

আনোয়ারায় নির্বাচনী নির্দেশনা না মানায় মোবাইলকোর্টে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : শনিবার ৬ জানুয়ারী ২০২৪ ০৬:২৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারায় নির্বাচনী নির্দেশনা না মেনে মোটরসাইকেল চালনা এবং অন্যান্য অপরাধে দণ্ডবিধি অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার(৬ জানুয়ারী) বিকালে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইলকোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মোছাম্মাৎ ফারহানা রহমান,বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসী ও আনোয়ারা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ আব্দুল্লাহ আল মুমিন। 

অভিযানে সহযোগিতা করেন বিজিজি ও পুলিশ সদস্যরা। 

সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে নির্বাচনী নির্দেশনা না মেনে মোটরসাইকেল চালনা এবং অন্যান্য অপরাধে দণ্ডবিধি অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়েছে।