আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

আনোয়ারায় ছয়শ শীতার্ত মানুষকে কম্বল দিলে চেয়ারম্যান সোহেল

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ জানুয়ারী ২০২৩ ১০:৩৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম
ছবি: আনোয়ারা এসএম আলমগীর চৌধুরীর পক্ষে কম্বল বিতরণ করছেন

আনোয়ারায় ছয়শ শীতার্ত অসহায় মানুষকে কম্বল দিলেন চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল। মঙ্গলবার বিকালে পরিষদের অস্থায়ী কার্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির পক্ষে এসব কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবদুল মন্নান আজাদ, নিতাই চন্দ্র দে, বিকাশ ঘোষ, রাশেদ নেওয়াজ চৌধুরী,মোহাম্মদ তারেক,আবুল মনচুর, ধনঞ্জয় বিশ^াস, মামসুল আলম, জিয়াউল হক, মহিলা ইউপি সদস্য মিনু আকতার, নিলুফার ইয়াছমিন ও পরিষদের সচিব মো. শাহ আলম। চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সার্বিক সহযোগিতায় চাতরী ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে এবং চলমান আছে। মন্ত্রী মহোদয়ের পক্ষে অসহায় শীতার্ত ছয়শ মানুষকে কম্বল দেওয়া হয়েছে। আগামীতেও সেবা নিয়ে মানুষের পাশে থাকব।