আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

আনোয়ারায় কেপিএল অলম্পিক ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : শনিবার ২৭ জানুয়ারী ২০২৪ ০১:৫৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারায় খুরুস্কুল প্রিমিয়ার লীগ (কেপিএল) অলম্পিক ফুটবলের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার রাত ৮ টায় উপজেলার জুইঁদন্ডী ইউনিয়নের খুরুস্কুল গ্রামে এ ফাইনচল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আনোয়ারা মা-বাবার দোয়া ফুটবল ক্লাবকে  ৩-২ গোলে হারিয়ে ইউনুস সিকদার ফ্রেন্ড ক্লাব জয় লাভ করেন।

 

মুনিরুল মোস্তাফা ফিশিং লাইনের চেয়ারম্যান হাফেজ এম.এ মন্নানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী মো. আলী হোসেন আরিফ। উদ্ভোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য রাশেদুল ইসলাম চৌধুরী রাসেল। প্রধান মেহমান ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন, জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল আজাদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শহিদুর রহমান, জাহাঙ্গীর আলম,  ফারুক সালাম তালুকদার, শাহজাহান সিরাজ, খুরুস্কুল প্রিমিয়ার লীগের কার্যকরী পরিচালক রেজা খান শামিম, ডা: কাইছার, সভাপতি শেখ মোহাম্মদ সোহাগ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, আবু নাছের, মোহাম্মদ দেলোয়ার, সেলিম উদ্দিন, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু সিদ্দিক, মঈন উদ্দিন, অলি আহমেদ প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন যুবসমাজকে মাদক ও অপকর্ম থেকে ফেরাতে খেলাধূলার বিকল্প নেই, খেলাধূলার মাধ্যমে স্বাস্থ্য যেমন সবল থাকবে তেমনি মানুষের বিনোদনও বাড়াবে। অনুষ্ঠানে খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সাপ দলকে ট্রপি ও নগদ অর্থ প্রদান করা হয়।