আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

আনোয়ারায় এসএম আউলিয়া উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৩ জানুয়ারী ২০২৪ ১০:৫৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারা উপজেলার বটতলী শাহ্ মোহছেন আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার(২৩ জানুয়ারী) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এটি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট ইমরান হোসেন (বাবু)।

 

এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী সদস্য তারেক চৌধুরী তানিম, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, এস এম জসিম উদ্দিন ও ফাতেমা বেগম।

বক্তব্য রাখেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক শফিউল আলম। 

অনুষ্ঠানে ফুল ও মিষ্টি দিয়ে শিক্ষার্থীদের বরণ করা হয়। 

বক্তারা বলেন, জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। আর আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হবে।