আজ সোমবার ৬ মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১

আনোয়ারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন দিলেন ওয়াসিকা আয়শা খান

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : বুধবার ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ০৯:৪৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ওয়াসিকা আয়শা খানের পক্ষে ঢেউটিন বিতরণ

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৯ পরিবারকে ঢেউটিন দিলেন বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক সাবেক সংরক্ষিত মহিলা এমপি ওয়াসিকা আয়শা খান। বুধবার (১৪ ফেব্রয়ারী) বিকালে ওয়াসিকা আয়শা খানের ব্যক্তিগত তহবিল থেকে এসব প্রদান করেন। এসময় ওয়াসিকা আয়শা খানের পক্ষে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, উপজেলা আওয়ামীলীগ নেতা এম নজরুল ইসলাম, বাবু স্বপধর, দক্ষিণ জেলা তাঁতীলেিগর সহসভাপতি আজিজুল হক আজিজ সমাজ সেবক শাহজাদা হাফেজ নুরুচ্ছাফা, ইউনিয়ন আওয়ামীলেিগর সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, স্থানীয় ইউপি সদস্য মওলানা মো. ইসহাক, ডাক্তার ছৈয়দ নুর, আবদুর রহিম, আওয়ামীলীগ নেতা এটিএম সেলিমুর রহমান, আবদুল কাদের, সংযুক্ত আরব আমিরাত আতাউর রহমান খান কাইসার স্মৃতি সংসদের আহ্বায়ক মো মহিউদ্দিন, সাবেক দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন ছোটন, মো লিটন,  ফারুক মেম্বার, আবু বকর, মো ইউসুফ, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজুল মোস্তফা ও মো সিরাজ।

গত ৫ জানুয়ারী রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া হযরত আহমদ হাসান শাহ (রাহঃ) এর বাড়ীতে ভয়াবহ অগ্নিকা-ে ১৯ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।  একই নারী শিশুসহ পরিবারের চারজন অগ্নি দগ্ধ হয়। অগ্নি দগ্ধদের ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।