আজ শনিবার ৪ মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

আনোয়ারা হিফয সমাপনী ২৯ শিক্ষার্থীকে পাগড়ী-সনদ প্রদান

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : বুধবার ৬ মার্চ ২০২৪ ০৭:০০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের দারুত তাকওয়া লি তাহফিজীল কুরআনিল কারীম এর হিফয সমাপনী শিক্ষার্থীদের পাগড়ী-সনদ বিতরণ ও বিদায় অনুষ্ঠান বুধবার বিকেলে মাদরাসা হল রুমে সম্পন্ন হয়েছে। মাদরাসার পরিচালক হাফেজ মুহিউদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হাজী ইমাম শপিং সেন্টারের স্বত্বাধিকারী ব্যবসায়ী আলহাজ্ব কামাল উদ্দীন সওদাগর। হাফেজ হেলাল বিন আহমদের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাফকো কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব জামাল উদ্দীন সওদাগর,আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক সাংবাদিক হুমায়ুন কবির শাহ সুমন, নেজাম উদ্দিন সওদাগর, অভিভাবক সদস্য ছাবের আহমেদ,প্রবাসী মহিউদ্দীন,প্রবাসী ব্যবসায়ী কামাল উদ্দীন,সোস্যাল ইসলামী ব্যাংক বটতলী শাখার ম্যানেজার মোঃ ইসমাইল।

২০১৫ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় নয় বছরে ১৩৬ জন ছাত্র কুরআন হিফয শেষ করেছেন। বুধবার অনুষ্ঠান শেষে ২৯ জন হিফয সম্পন্ন করা ছাত্রদেরকে পাগড়ী-সনদ প্রদান করা হয়।