আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

আনোয়ারা ফিজিওথেরাপি সেন্টারের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৭ নভেম্বর ২০২২ ০৫:০৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারায় আধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু হলো আনোয়ারা ফিজিওথেরাপি সেন্টারের। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালাবিবির দিঘি মোড় এলাকায় এটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। উদ্বোধক ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. লক্ষ্মীপদ দাশ। ফিজিওথেরাপি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ বরকত উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় এতে পরিচালকদের মধ্যে বক্তব্য রাখেন উত্তম কুমার দাশ, মো. ওসমান গনি, মো. রিজওয়ানুল হক, মোহাম্মদ আরিফুল ইসলাম ও শাকেরুল আনোয়ার। এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ বশির উল্লাহ চৌধুরী, হাফেজ আনোয়ারুল হক ও শাহাদাত হোসেন। অতিথিরা ফিতা কেটে এবং কেক কেটে ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করেন।