আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

আনোয়ারা পশ্চিমচাল ইসলামিয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : | প্রকাশের সময় : মঙ্গলবার ৬ সেপ্টেম্বর ২০২২ ১২:১৩:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

শিক্ষার্থীদের লেখাপড়া মানোন্নয়নে আনোয়ারায় পশ্চিমচাল ইসলামিয়া কামিল মাদ্রাসায় সোমবার (৫ সেপ্টেম্বার)দুপুরে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পরিষদের সভাপতি ও স্থানীয় বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহর্’ সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মোহাম্মদ আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাাহ আল মুমিন।

এতে প্রধান আলোচক ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, বিশেষ অতিথি সমাজ সেবক মো. আবদুল মোতালেব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আবুল কাশেম, সহ অধ্যাপক আবদুর শুক্কুর, অভিভাবকদের মধ্যে গোলাম মোহাম্মদ, মো. কামরুজ্জামান, মো. কামাল হোসেন, মৌ.আবু হানিফ প্রমুখ।

সমাবেশে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পরিষদ ও অভিভাবকদের মধ্যে সমম্বয়ের মধ্যে গুরুত্ব আরোপ করা হয়।

জাহাঙ্গীর আলম