আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের নব গঠিত কমিটি ভূমি মন্ত্রী আলহাজ¦ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। শনিবার রাতে চট্টগ্রামের সার্সনরোডস্থ ভূমিমন্ত্রীর বাস ভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের নব গঠিত কমিটির সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাবেক সহ সভাপতি ভিপি জাফর উদ্দিন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক দোলন মজুমদার, নোয়াব আলী, মাহাফুজুর রহমান, চেয়ারম্যানদের মাঝে আমিন শরিফ, অসিম কুমার দেব, এমএ কাইয়ুম শাহ, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, কলিম উদ্দীন, মাস্টার মো. ইদ্রীস ,মাইনুদ্দিন মনসুর, শাহাব উদ্দিন, সগির আজাদ আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুরুল আবছার তালুকদার, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ ও উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আনুপম চক্রবর্তী বাবু। ভূমিমন্ত্রী বলেন রাজনীতি দেশের মানুষের শান্তির জন্য, আওয়ামীলীগ কখনো মানুষের ক্ষতির রাজনীতি করেনা, আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্ঠা করলে সাংগঠনিক ভাবে মোকাবেল করতে হবে। এই জন্য আওয়ামীলীগের তৃণমুলের নেতা কর্মীদের সংঘটিত হতে হবে। এর আগে শনিবার বিকালে আওয়ামীলীগের নব গঠিত কমিটি প্রয়াত আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে ফুলদিয়ে শ্রদ্ধা জানান। এসময় কোরান পাঠ ও মোনাজাত করা হয়।