কক্সবাজারে আদালতে নেওয়ার সময় প্রিজন ভ্যান থেকে হাতকড়া পড়া রোহিঙ্গা আসামি পালায়নের ঘটনায় পুলিশের ৫ সদস্য সাময়িক বহিস্কার করা হয়েছে। তারা হলেন, কনস্টেবল অনিক পাল, রেজওয়ানা, পরিমল রবি দাশ, অনিল চন্দ্র ও মাইমুনুল। পলাতক আসামি মুজিবুল আলম (২৮) কুতুপালং ২ নম্বর ক্যাম্পের দিল মোহাম্মদের ছেলে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গত ২২ অক্টোবর উখিয়া থানা থেকে ১২ জন আসামি নিয়ে একটি প্রিজন ভ্যান কক্সবাজার আদালতের উদ্দ্যেশে রওনা দেয়। পথিমধ্যে গাড়ীটি রামু সেনানিবাস অতিক্রম করার পর এক আসামি বমি অনুভূত করলে পুলিশের সহায়তা চান। এতে ভ্যানটির ভিতরের দরজার তালা খুলে দায়িত্বরত এক পুলিশ সদস্য স্থানীয় দোকান থেকে পলিথিন আনতে যান। সেই সুযোগে মাদক মামলার ওই আসামি হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে যায়। মো. রফিকুল ইসলাম জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।