আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

আগামী নির্বাচন হবে সংবিধান রক্ষার, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার : এমপি ভান্ডারি

ফটিকছড়ি প্রতিনিধি | প্রকাশের সময় : শুক্রবার ১৬ ডিসেম্বর ২০২২ ০৩:৪৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

 

মহান বিজয় দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে একাত্তরের সৈনিক বীর মুক্তিযোদ্ধারের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি বলেছেন, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক নির্বাচন যথাসময়ে হয়ে যাবে। এই নির্বাচনে হবে সংবিধান রক্ষার জন্য, এই নির্বাচন হবে একাত্তরের চেতনা রক্ষার জন্য, এই নির্বাচন হবে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করার জন্য। তিনি আরোও বলেন, ইতিমধ্যে আমরা আরেকটি মুক্তিযুদ্ধ শুরু করেছি। বিএনপি জামায়াত ও আন্তর্জাতিকসহ একটি জাতীয় চক্র এ দেশকে ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগেছে। তবে তা সম্ভব হবেনা। বঙ্গবন্ধুর একজন সৈনিক বীর মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে তাদেরকে সফল হতে দেয়া হবেনা। প্রয়োজনে আবারও অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হব। তিনি দেশের উন্নয়ন গতিশীল রাখতে সকলের ঐকমত কামনা করেন। 

এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রাহমান সানি, ভাইস চেয়ারম্যান এড. ছালামত উল্লাহ শাহীন, সহকারী কমিশনার(ভূমি) এটিএম কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা এমদাদুল ইসলাম চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে ফটিকছড়ি উপজেলার বীর  মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।