আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

অর্ধকোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো রামগড় ৪৩ বিজিবি

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ১৮ সেপ্টেম্বর ২০২২ ০৫:২৫:০০ অপরাহ্ন | জাতীয়

জেলার রামগড়ে ৪৩ বিজিবির আওতাধীন এলাকায় বিভিন্ন সময়ে আটককৃত ৫৩ লক্ষ ১২ হাজার তিনশত টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

 

রবিবার সকাল ১১ টায় ৪৩ বিজিবি'র ব্যাটালিয়ন সদর দপ্তরে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

 

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় ৪৩ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি। এসময় তিনি বলেন, ৪৩ বিজিবি কর্তৃক ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর হতে ৩১ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত সীমান্ত সহ জোন আওতাধীন বিভিন্ন এলাকা থেকে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আটক করা হয়। যার মূল্য ৫৩ লক্ষ ১২ হাজার তিনশত টাকা।

 

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ভারতীয় বিভিন্ন প্রকার মদ ৩,২৫৪ বোতল, ভারতীয় বিয়ার ২৩১ বোতল, ভারতীয় ফেন্সিডিল ৫৫০ বোতল, ভারতীয় ইয়াবা ট্যাবলেট ১০৫ পিছ, ভারতীয় গাঁজা ১৮ কেজি ৮০০গ্রাম, ভারতীয় চোলাই মদ ৭০ কেজি ৫০০গ্রাম, মৃত সঞ্জবনী ০৫ বোতল উল্লেখযোগ্য। 

 

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, খাগড়াছড়ি জেলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.নাজমুল হোসেন চৌধুরী, রামগড় পৌর মেয়র মো. রফিকুল আলম কামাল,  মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খাগড়াছড়ি জেলার সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ, বিজিবির উপ-পরিচালক মো. রাজু আহমেদ, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান সহ বিজিবি'র পদস্থ কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিক প্রমূখ। 

 

পরে মাদকদ্রব্য পাচার রোধে বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা-বাহিনীর পাশাপাশি মিডিয়াকর্মী সহ সকল স্তরের নাগরিকদের ঐকান্তিক সহযোগিতা কামনা করে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রধান অতিথি।