আজ শুক্রবার ৩ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
মহেশখালী কয়লা বিদ্যুৎ প্রকল্প

অনিশ্চয়তা কাটেনি ক্ষতিগ্রস্ত ৪৪ পরিবারের

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৫৩:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

মহেশখালীর মাতারবাড়িতে চলমান কয়লা বিদ্যুৎ প্রকল্পের কারণে স্থানীয় ক্ষতিগ্রস্ত ৪৪ পরিবারের ভবিষ্যৎ এখনো নিশ্চিত। একটি করে দু'চালা টিনের ঘর পেলেও জীবন জীবিকা নিয়ে তারা উদ্বিগ্ন।

প্রতি ঘর থেকে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। কয়েকটি পরিবার থেকে চাকুরি দিলেও তাদেরকে নানা অজুহাতে বরখাস্ত করা হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত আরো ৬ পরিবার এখনো ঘর পায়নি। 

সবমিলিয়ে কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকার বাসিন্দারা ভালো নেই। 

 

ক্ষতিগ্রস্ত ও অসহায় এসব মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন কক্সবাজার সুরক্ষা মঞ্চের নেতৃবৃন্দ।

 

শনিবার (৩০ সেপ্টেম্বর) ধলঘাটার সমুদ্র বন্দর, নাছির মোহাম্মদ ঘোনা পরিদর্শন করেন। তারা সেখানকার ক্ষতিগ্রস্তদের বক্তব্য শুনেন। 

 

কয়লা বিদ্যুৎ প্রকল্পের বর্জ্যের কারণে কোহেলিয়া নদীর নাখালী ও উত্তর মুহুরীঘোনা পয়েন্ট দূষণের করুন দৃশ্য দেখেন সুরক্ষা মঞ্চের নেতৃবৃন্দ।

 

সভাপতি এডঃ সাকি এ কাউসারের নেতৃত্বে টিমে ছিলেন, সহসভাপতি এডভোকেট রাবেয়া সুলতানা, সাধারণ সম্পাদক  ইমাম খাইর, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল করিম, সাংবাদিক এম গিয়াস উদ্দিন।

 

সুরক্ষা মঞ্চ টিম মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্পের কারনে পেশাহারা ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশার জনগোষ্ঠীর সাথে মতবিনিময় করেন। 

 

বিশেষ করে ক্ষতিগ্রস্ত ৪৪ পরিবার পরিদর্শনে গিয়ে তাদের অভাব অভিযোগের কথা শুনেন। 

 

৪৪ পরিবারে চাকুরিহারা শ্রমিকরা তাদের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরেন। পরিদর্শন টিম তাদেরকে আশস্ত করেন। এব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করে পদক্ষেপ নেবেন বলে জানান। 

 

পরে সৃজনি মাধ্যমিক বিদ্যালয়ে মহেশখালী সুরক্ষা কমিটির সাথে মতবিনিময় সভা করেন। 

 

সেখানে মহেশখালী সুরক্ষা কমিটির সহ-সভাপতি সাবেক এমইউপি হামেদ হোছাইন, সরওয়ার কামাল, বর্তমান এমইউপি মোহাম্মদ আলী, মহেশখালী সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হোমাইরা বেগম, আব্দুল জব্বার, আফসারা খানম বিউটি, শিক্ষক আবদুল গনি, মফিজুর রহমান উপস্থিত ছিলেন।  

 

ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের চালিয়াতলীস্থ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কক্সবাজার সুরক্ষা মঞ্চের নেতৃবৃন্দ। 

 

ক্ষতিগ্রস্তদের সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও প্রকল্প সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত প্রস্তাবনা আকারে প্রেরণেরও সিদ্ধান্ত হয়েছে।