আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১
রাজস্হলীর বাঙ্গালহালিয়া সেনা ক্যম্প

অটল ৫৬ বেঙ্গলের ঝটিকা অভিযানে ১৫ লক্ষ টাকার সেগুন কাট জব্দ

মোঃআইয়ুব চৌধুরী : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর ২০২১ ০১:০৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙ্গামাটি জেলার রাজস্থলীও কাপ্তাই  উপজেলার বাঙ্গালহালিয়া ও রাইখালী সীমান্তবর্তী এলাকা নারাছড়া থেকে (২২ ডিসেম্বর)বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  কাপ্তাই জোন অটল ৫৬ বেঙ্গলের অধিনে বাঙ্গালহালিয়া ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ হাফিজ আল ফায়ছাল এর নেতৃত্বে বিপুল পরিমান অবৈধ সেগুন রদ্দা ও গোল কাঠ বোঝাই ৩টি  মিনিট্রাক গাড়ী সহ জব্দ করে।জব্দ কৃত কাট গুলো বাঙ্গাল হালিয়া ফরেষ্ট অফিসে রাইখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ কামাল হোসেন কে বুঝিয়ে দেওয়া হয়।

 

স্থানীয় সূত্রে জানাযায়,কাপ্তাই উপজেলা নারানগিরির নারাছড়ি  এলাকায় রাতের আঁধারে পাচারের উদ্দোশ্যে অবৈধ সেগুন রদ্দা ও গোল কাঠগুলো আনা হলে গোপন সংবাদের ভিত্তিতে ৩টি মিনি ট্রাক সহ আটক করে,এবং সেনাবাহিনীর উপস্থিতি টেরপেয়ে কাঠ পাচারকারি পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃত কাঠের আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা হবে বলে জানাগেছে। কাঠ পাচার রোধের বিষয়ে কথা হলে বন বিভাগের দায়িত্বরত রাইখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান,আমাদের জনবল সংকটের কারণে আমরা কাঠ পাচার রোধ করা সম্ভব হয়না।

 

একটি চক্র প্রতিরাতে অবৈধ কাঠপাচার করে আসছে বলে জানান   রেঞ্জ কর্মকর্তা মোঃ কামাল হোসেন,     আটককৃত সেগুন রদ্দা ও গোল পরিমাপ চলছে,মাপের পরে আইনানুগ ব্যবস্থাগ্রহন করা হবে বলে জানান।

 

কাঠ পাচার কারীদের বিরুদ্ধে যৌত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান রেঞ্জ কর্মকর্তা মোঃ কামাল হোসেন।