রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীতে বালু উত্তোলনকারী ড্রেজার নৌকার সাথে সাম্পানের ধাক্কায় নদীতে ছিটকে পড়ে এক সাম্পান মাঝি নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার চারদিন পেরিয়ে গেলেও মেলেনি তার খোঁজ। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার উদ্ধার অভিযান চালালেও রোববার থেকে বন্ধ ছিল তাদের অভিয়ান। এদিকে নিখোঁজ মাঝিকে খুঁজে পেতে চারদিন ধরে নদীর পাড়ে চলছে স্বজনদের আহাজারি।
এর আগে শুক্রবার (১০ জানুযারী) বিকেলে উপজেলার বেতাগী ইউনিয়নের গার্ডবাড়ি এলাকায় কর্ণফুলী নদীর মুখে ঘটনাটি ঘটে।
নিখোঁজ মাঝির নাম মো. এসকান্দর প্রকাশ বাচা মিয়া (৫৫)। সে বেতাগী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আমিরপাড়ার মৃত মো. ইসমাঈলের ছেলে।
স্বজনরা জানান, এসকান্দর কর্ণফুলী নদীতে যাত্রী পারাপারসহ ড্রেজিংয়ের কর্মচারীদের খাবার আনা নেওয়ার কাজ করতেন। শুক্রবার বিকাল ৩টার দিকে কর্ণফুলীতে বালু উত্তলনকারী ড্রেজার নৌকার সাথে সাম্পানের ধাক্কা লাগে। এসময় সাম্পানে থাকা এসকান্দর প্রকাশ বাচা মিয়াসহ আরও একজন নদীতে ছিটকে পড়ে যায়। ড্রেজার নৌকায় থাকা কর্মীরা একজনকে উদ্ধার করলেও বাচা মিয়াকে উদ্ধার করতে পারেনি তারা। তিনদিন পার হয়ে গেলেও তার খোঁজ আমরা এখনো পায়নি।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন জানান, "শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ মাঝিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। রোববার থেকে তল্লাশি বন্ধ রয়েছে। শেষ খবরে তাকে এখনো পাওয়া যায়নি"।
ছবির ক্যাপশনঃ কর্ণফুলী নদীতে নিখোঁজ মাঝি উদ্ধারের অপেক্ষায় স্বজনরা।