আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

৪র্থ শ্রেনীর ছাত্রীকে ইভটিজিং-এর অপরাধে যুবকের ১ মাসের কারাদন্ড

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : মঙ্গলবার ৭ জুন ২০২২ ১০:০০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ায় পুরানগড় রাইজিং স্টার কিন্ডার গার্টেনের ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে গতকাল মঙ্গলবার দুপুরে সুকুমার সূত্রধর (৩৪) নামের এক যুবককে ১মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমা-তুজ জোহরা। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সাতকানিয়া থানার একদল পুলিশ। সুকুমার সূত্রধর উপজেলার পুরানগড় মনেয়াবাদ এলাকার সুনীল সূত্রধরের পুত্র। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমা-তুজ জোহরা বলেন, ওই স্কুলের ৪র্থ শ্রেনীর এক ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে অভিযান চালিয়ে সুকুমার সূত্রধরকে হাজির করা হলে সকল স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে এবং সে নিজে তার দোষ স্বীকার করায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণের নিদের্শ দেওয়া হয়েছে।