আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

৩ মাদক বিক্রেতাকে পুলিশে দিল জনতা!

পটিয়া প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৪ অগাস্ট ২০২২ ০৯:৫২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

প্রতিনিয়িত তারা যায় আসে। মদের পুটলি নিয়ে নিয়মিত জমজমাট মদ বেচাকানা তাদের মূল কাজ। বুধবার রাত সাড়ে ১০ টা। পটিয়া উপজেলার শোভনদন্ডীতে যায় মদ বিক্রি করতে। এলাকার সাধারন জনতা আগে থেকে উৎ পেতে ছিল তাদের ধরার জন্য। সিএনজি অটোরিক্সা নিয়ে যখনই মদের পুটলি নিয়ে হাজির হয় তখনই ঘেরাও করে সাধারন জনতা। এসময় ৩ জন ধরা পরলেও অন্য দুইজন পালিয়ে যায়। 

ঘটনাটি ঘটেছে পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাদশা মেম্বারের বাড়ির ঘাটাস্থ আশকর আলী সড়কের পাকা রাস্তার উপর। পরে তাদের উত্তম মাধ্যম দিয়ে পুলিশকে সোপর্দ করে স্থানীয়রা। তারা হলেন, মোঃ পারভেজ(২০), সে পটিয়া পৌর সদরের ৫ নং ওয়ার্ডেও শওকতের ছেলে। মোঃ মামুন(২৮), সে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের মৃত আব্দুল মাবুদের ছেলে, গাজী মাহফুজ(২০), সে পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের শেয়ানপাড়া এলাকার গাজী আহাম্মদ কবিরের ছেলে। এসময় তাদের নিকট থেকে ৩২০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক এক লক্ষ ষাট হাজার টাকা

গতকাল বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরন করে পুলিশ। আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন। 

শোভনদন্ডী এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সাইদুল জানিয়েছেন, তারা প্রতিনিয়ত আমাদের এলাকায় চোলাই মদ বিক্রি করে আসছিল। পুরো এলাকায় মদের জমজমাট ব্যবসা চালিয়ে আসছে তারা। এর আগেও আমরা বেশ কয়েকবার তাদের ধাওয়া দিয়েছিলাম কিন্তু ধরতে পারি নাই। এবার তাদের হাতেনাতে ধরলেও দুইজন পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে। 

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, ‘তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের সাথে কাদের যোগসাজশ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’