আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

৩৪ বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, ২০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ অগাস্ট ২০২২ ১০:৫৮:০০ পূর্বাহ্ন | কক্সবাজার প্রতিদিন

উখিয়া ও ঘুমধুমে পৃথক অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার ও ২০টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটক করেছে বিজিবি। ২৪ আগস্ট রাতে উখিয়ার পালংখালী রহমতের বিল এলাকায় পরিত্যক্ত ব্যাগ তল্লাশী করে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

এসব তথ্য জানিয়েছেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ মেহেদী হোসাইন কবির।

তিনি জানান, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে  টহলদল লক্ষ্য করে গুলি ছুড়ে নাফ নদী হয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তাদের রেখে যাওয়া ব্যাগ তল্লাশি করে দুই কোটি চল্লিশ লক্ষ টাকা মূল্যমানের ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

৩৪ বিজিবি অধিনায়ক জানান, একই দিনে ঘুমধুম বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় চোরাকারবারী বিপুল পরিমান স্বর্ণালংকার নিয়ে অবৈধভাবে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে উখিয়ার ৫নং পালংখালীর কাস্টমস মোড় নামক স্থানে ফাঁদ পাতে টহলদল। এসময়  কবির আহম্মদ (৩০) নামক ব্যক্তিকে সন্দেহজনক আটক করা হয়। তাকে তল্লাশী করে কোমরে লুঙ্গির ভাঁজে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়, যার অনুমান মূল্য ২ কোটি ২৭ লক্ষ ৮১ হাজার ৬৮৭ টাকা।

আটক কবির আহম্মদ নাইক্ষ্যংছড়ি বালুখালী তুমব্রু পশ্চিমকুলের জাফর আহমদের ছেলে।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক লে. কর্নেল মোঃ মেহেদী হোসাইন কবির।