আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে আশ্রয় নেয়া ইউনিয়ের ১৮ টি আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ করেছেন স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিন শরীফ। শনিবার রাতে, রবিবার সকালে, দুপুরে শুঁকনো খাবার বিতরণ ও রাতে বিরানি ভাতের আয়োজন করেন তিনি। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান আমিন শরিফ বলেন, ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে শনিবার রাত থেকে ইউনিয়নের ১৮ টি আশ্রয় কেন্দ্রে প্রায় পাঁচ শতাধিক লোক আশ্রয় নেন। ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির পক্ষ থেকে তাদেরকে শনিবার রাতে , রবিবার সকালে ও দুপুরে শুঁকনো খাবার বিতরন করা হয়। রবিবার রাতে তাদের জন্য বিরানির ব্যবস্থা করেছি। এছাড়া সার্বক্ষণিক আশ্রয় নেওয়া লোকজনদের মনিটরিং করা হচ্ছে। জাহাঙ্গীর আলম ১৪-০৫-২০২৩ ইং