আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

হোয়াইক্যংয়ে অর্ধশত হতদরিদ্র পরিবারকে পালসের আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার | প্রকাশের সময় : বুধবার ৯ নভেম্বর ২০২২ ০৩:৫০:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

টেকনাফের হোয়াইক্যংয়ের প্রায় অর্ধশত হতদরিদ্র, অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে নগদ ২০ হাজার টাকা অফেরৎযোগ্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সেই অর্থ দিয়ে অসহায় পরিবারগুলো ছাগল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রয় করেছে। অস্ট্রেলিয়ান এইডের অর্থায়ন ও ব্র্যাকের সহযোগিতায় এই মানবিক কর্মসুচি বাস্তবায়ন করেছে অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) পালস। ৭ নভেম্বর সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। পালসের প্রজেক্ট ম্যানেজার খায়রুল আলমের সভাপতিত্বে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সব সংস্থায় এরকম কর্মসূচি গ্রহণ করা দরকার। এলাকার গরিব, অসহায় মানুষদের আর্থিকভাবে সাবলম্বী করতে পালসের গৃহীত কর্মসূচি দৃষ্টান্ত হয়ে থাকবে। পালস কর্মকর্তা গোলাম মওলার সঞ্চালনায় অনুষ্ঠানে কর্মকর্তা জেনিয়া ইসলাম চুমকি ও শফিকুল ইসলাম খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা কর্মসূচিতে সর্বিক দিকনির্দেশনা প্রদান করেন পালসের সহ-সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরী এবং এডি আবু মোর্শেদ চৌধুরী খোকা।