ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দীর্ঘ ২২ ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফটিকছড়ি- রামগড আঞ্চলিক সড়কের দাঁতমারা পুলিশ তদন্তকেন্দ্রের দক্ষিণ পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারেক দাঁতমারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দাওয়াতের টিলা এলাকার আবু তাহেরের (দাঁতমারা জামাই হোটেলের মালিক) একমাত্র ছেলে। তিনি নারায়ণহাট আর্দশ ডিগ্রী কলেজ থেকে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
স্থানীয়রা সূত্র জানায়, বুধবার সকালে আবু তারেক এইচএসসি পরীক্ষায় অংশ নিতে মোটরসাইকেলে করে ফটিকছড়ি সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। যাওয়ার পথে দাঁতমারা পুলিশ তদন্তকেন্দ্রের দক্ষিণ পার্শ্বে মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লেগে আহত হয়। এসময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। পরিস্থিতি অবনতি হওয়ায় সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।
নিহত তারেকের মামা মো. ইয়াছিন বলেন, 'আমার একমাত্র ভাগিনা তারেক এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে নারায়ণহাট আর্দশ ডিগ্রী কলেজ থেকে। বাড়ি থেকে গাড়ি নিয়ে এসে বাজারে রেখে মোটরসাইকেল করে পরিক্ষা দিতে যাবে। কিন্তু সড়ক দুর্ঘটনায় আজ সকালে তার মৃত্যু হয়। দুপুর ২ টার দিকে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।'