আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

হালদায় ৭হাজার মিটার জাল ও নৌকা জব্দ

হাটহাজারী প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১০ নভেম্বর ২০২২ ০৪:২৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার মিটার ঘেরাজাল ও ২টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার(১০ নভেম্বর) কুয়াশাচ্ছন্ন ভোর থেকে হালদা নদীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের নেতৃত্বে অভিযান শুরু হয়।উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে ধলই ইউনিয়নের হালদা ব্রিজ পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। ভোর ৬ টা হতে সকাল ১০ টা পর্যন্ত অভিযানে প্রায় ৭হাজার মিটার ঘেরাজাল ও ভাসাজাল,২ টি ইঞ্জিনচালিত নৌকা ও বেশ কয়েকটি মাছ ধরার বড়শি জব্দ করা হয়। জাল উত্তোলনকালে বেশ কয়েকটি মা মাছ মুক্ত করা হয়।অভিযানে আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানী, গ্রামপুলিশ ও স্বেচ্ছাসেবীগণ অংশগ্রহণ করেন। এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন হালদা নদীতে মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর তদারকি অব্যাহত থাকবে।