ভুয়া পুলিশ পরিচয়ে মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক হয়েছে প্রতারক চক্রের সদস্য নাঈম উদ্দিন(১৯)।বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ধলই চেয়ারম্যানঘাটা এলাকা হাটহাজারী মডেল থানা পুলিশ আটক করেছে।এসময় তার কাছ থেকে চোলাইকৃত মোটরসাইকেল,পরনে থাকা পুলিশের প্যান্ট, মাথার ক্যাপ, মূখে মাস্ক, গায়ে শীতের পুলিশের ট্র্যাকশুট উদ্ধার করে।তার বিরোদ্ধে ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা রুজু করেন।মামলা নং-০২। আটককৃত ভুয়া পুলিশ নাঈম উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের পেশকারহাট মোহাম্মদ আলী চৌধুরী বাড়ীর মৃত শফিউল আলমের পুত্র। থানা সুত্রে জানা যায়,গত বুধবার রাতে ভুয়া পুলিশ সেজে অভিনব কৌশলে পৌরসভা কেন্দ্রীয় বাসস্টেশন ওয়ান ব্যাংকের সামনে থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।পুলিশ থানা অভিযান চালিয়ে ধলই ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকা থেকে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে চোরাইকৃত মোটরসাইকেল সহ পুলিশের প্যান্ট, মাথার ক্যাপ, মূখে মাস্ক, গায়ে শীতের পুলিশের ট্র্যাকশুট উদ্ধার করা হয়।সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ভূয়া পুলিশ সেজে প্রতরাণা করে আসছে। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রুহুল আমিন সবুজ সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃতকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।