হাটহাজারীতে মুক্তিযোদ্ধার উপর হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি তাজুল ইসলাম (২৮) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়।
আটককৃত তাজুল ইসলাম উপজেলার পশ্চিম ধলই ১নং ওয়ার্ড আজিম গোমস্তার বাড়ির মৃত তোফায়েল আহমেদের পুত্র।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার ধলই ইউনিয়নের একই এলাকার বীর মুক্তিযোদ্ধা ফয়েজ আহমেদ ও তার পরিবারের উপর হামলা করে তাজুল। এ ঘটনায় তিনি বাদী হয়ে চট্টগ্রাম অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। একইভাবে সন্ত্রাসী তাজুল আমজাদ আলী ফকির বাড়ির ব্যবসায়ী তহিদুল আলমের উপরও হামলা করেন। সে এলাকায় ত্রাস হিসেবে বিচরণ করে। তার বিরুদ্ধে থানায় অনেক অভিযোগ ও মামলা রয়েছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন মঙ্গলবার রাত দশটার দিকে জানান, মডেল থানার উপ-পরিদর্শক ফারুক একজনকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছেন, তবে এখনো তার নাম পরিচয় এবং বিস্তারিত জানা যায়নি। বিস্তারিত তথ্য নিয়ে জানানো হবে বলেও জানান তিনি।