প্রাথমিক শিক্ষার গন্ডি পেরিয়ে বনে গেছে বড় ডাক্তার। নাকের পলিপ ও আচিল খুব অল্প সময়ের মধ্যেই সারিয়ে তুলা সহ নানা প্রলোভন দেখিয়ে সহজ সরল মানুষকে দিয়ে যাচ্ছে চিকিৎসা সেবা।প্রতারিত হচ্ছে অনেকেই।আবার উল্টো বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছে অনেকেই।এমনি একটি অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে আব্দুল হালিম নামে ডিগ্রী বিহীন ভুয়া চিকিৎসককে আটক করে ১ লক্ষ টাকা জরিমানা করেছে। গতকাল সন্ধ্যায় উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম সতর্কতা নিশ্চিত করে বলেন,ডিগ্রী বিহীন, বিনা প্রশিক্ষণ ও বিনা অনুমতিতে শল্য চিকিৎসা প্রদান করার অপরাধে ভুয়া চিকিৎসক আবদুল হালিমকে আটক করে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২' মোতাবেক ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার চেম্বারটি সিলগালা করে দেয়া হয়।তিনি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করেন এবং পরে আধ্যাত্মিকভাবে এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানেন। তিনি নাকের পলিপ ও আচিল খুব অল্প সময়ের মধ্যেই সারিয়ে তুলতে পারেন। অভিযানে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ ইহাব সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।